ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যেসব ননএমপিও শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষামন্ত্রণালয়

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমাবার, ২২ নভেম্বর ২০২১
  • / 113
করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এসময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুই ধাপে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান চালু করে সরকার। প্রথম ধাপে অধিকাংশ শিক্ষক-কর্মচারী পেলেও দ্বিতীয় ধাপে অনেক শিক্ষকই এ অর্থ পাননি। ফলে যেসব ননএমপিও শিক্ষক-কর্মচারী ওই অর্থ পায়নি তাদের তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে ইআইআইএন নম্বরধারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২৪ হাজার ৭৪২ জন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রস্তুতি করা হয়। এসব শিক্ষক-কর্মচারীদের অনুকূলে আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়ার লক্ষ্যে তাদের তথ্য ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস প্লাস প্লাস) আপলোড করা হয় এবং অর্থবিভাগ থেকে আনুমানিক ৪৮ হাজার ৫৩৩ জন ননএমপিও শিক্ষক-কর্মচারীর জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনুদানের অর্থ প্রথম ধাপে ব্যাংক একাউন্টে দেয়া হলেও এবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। এতে করে নানা জটিলতা তৈরি হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নামের বানান ভুল, মোবাইল নম্বর ভুল, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল রেজিস্ট্রেশন গরমিলসহ নানা কারণে শিক্ষক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং হিসেবে টাকা যাচ্ছে না। প্রায় ৭০ শতাংশ শিক্ষক-কর্মচারী এ অর্থ হাতে পায়নি। সরকারি ঘোষণা অনুযায়ী গত ঈদুল আজহার আগে এ অর্থ পাঠানোর কথা থাকলেও এখনও তা পৌঁছায়নি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি বিদ্যালয়) ফৌজিয়া জাফরিন বলেন, অনেক শিক্ষক-কর্মচারীর সফটওয়্যারে তথ্য দিতে ভুল করায় অর্থ বরাদ্দ থাকলেও তা আটকে আছে। এ কারণে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা অনুদানের অর্থ পাননি তাদের কাছে টাকা পৌছে দিতে নতুনভাবে সব ভুল সংশোধন করা হবে। এ অর্থ বছরে যদি সেটা না হয় তবে নতুনভাবে অনুমোদন করে এ অর্থ বিতরণ করা হবে। অনুদানের অর্থ সবাই পাবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেসব ননএমপিও শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষামন্ত্রণালয়

আপডেট : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমাবার, ২২ নভেম্বর ২০২১
করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এসময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুই ধাপে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান চালু করে সরকার। প্রথম ধাপে অধিকাংশ শিক্ষক-কর্মচারী পেলেও দ্বিতীয় ধাপে অনেক শিক্ষকই এ অর্থ পাননি। ফলে যেসব ননএমপিও শিক্ষক-কর্মচারী ওই অর্থ পায়নি তাদের তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে ইআইআইএন নম্বরধারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২৪ হাজার ৭৪২ জন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রস্তুতি করা হয়। এসব শিক্ষক-কর্মচারীদের অনুকূলে আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়ার লক্ষ্যে তাদের তথ্য ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস প্লাস প্লাস) আপলোড করা হয় এবং অর্থবিভাগ থেকে আনুমানিক ৪৮ হাজার ৫৩৩ জন ননএমপিও শিক্ষক-কর্মচারীর জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনুদানের অর্থ প্রথম ধাপে ব্যাংক একাউন্টে দেয়া হলেও এবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। এতে করে নানা জটিলতা তৈরি হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নামের বানান ভুল, মোবাইল নম্বর ভুল, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল রেজিস্ট্রেশন গরমিলসহ নানা কারণে শিক্ষক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং হিসেবে টাকা যাচ্ছে না। প্রায় ৭০ শতাংশ শিক্ষক-কর্মচারী এ অর্থ হাতে পায়নি। সরকারি ঘোষণা অনুযায়ী গত ঈদুল আজহার আগে এ অর্থ পাঠানোর কথা থাকলেও এখনও তা পৌঁছায়নি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি বিদ্যালয়) ফৌজিয়া জাফরিন বলেন, অনেক শিক্ষক-কর্মচারীর সফটওয়্যারে তথ্য দিতে ভুল করায় অর্থ বরাদ্দ থাকলেও তা আটকে আছে। এ কারণে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা অনুদানের অর্থ পাননি তাদের কাছে টাকা পৌছে দিতে নতুনভাবে সব ভুল সংশোধন করা হবে। এ অর্থ বছরে যদি সেটা না হয় তবে নতুনভাবে অনুমোদন করে এ অর্থ বিতরণ করা হবে। অনুদানের অর্থ সবাই পাবেন বলেও জানান তিনি।