ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 79
বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন স্থগিতের অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

গতকাল সোমবার (১৭ জুলাই) বিকালে মাউশিতে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে শুরু হয় বৈঠক, শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টার দিকে।

বৈঠকে অংশ নেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের নেতৃত্বে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরদিকে, বিটিএর সভাপতি বজলুর রহমান, সম্পাদক শেখ কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এ ছাড়াও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শিক্ষক সংগঠনের সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, ‘মাউশি ডিজিসহ অন্যরা আমাদের জানিয়েছেন বর্তমানে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব অসুস্থ। তবে মাউশির পক্ষ থেকে আমাদের দাবির বিষয়টি মন্ত্রীকে জানানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যাবে।’

তিনি বলেন, ‘যেহেতু আমরা সুস্পষ্ট কোন সিদ্ধান্ত পাইনি। তাই আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান চালিয়ে নেয়া হবে।’

মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বৈঠক শেষে বলেন, ‘আন্দোলনকারী শিক্ষকদের ডেকে তাদের দাবির বিষয়টি শুনেছি। এই দাবির বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করব। শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষকদের অনুরোধ করেছি আমি।’

উল্লেখ্য, গত ৬ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন শিক্ষকরা। গতকাল সোমবার সকালে আন্দোলনরত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন। ফলে এই রাস্তা দিয়ে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টায় শিক্ষকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের অভিযোগ তোলেন কয়েক শিক্ষক।

শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অর্ধশত শিক্ষক আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

আপডেট : ০৫:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন স্থগিতের অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

গতকাল সোমবার (১৭ জুলাই) বিকালে মাউশিতে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে শুরু হয় বৈঠক, শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টার দিকে।

বৈঠকে অংশ নেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের নেতৃত্বে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরদিকে, বিটিএর সভাপতি বজলুর রহমান, সম্পাদক শেখ কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এ ছাড়াও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শিক্ষক সংগঠনের সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, ‘মাউশি ডিজিসহ অন্যরা আমাদের জানিয়েছেন বর্তমানে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব অসুস্থ। তবে মাউশির পক্ষ থেকে আমাদের দাবির বিষয়টি মন্ত্রীকে জানানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যাবে।’

তিনি বলেন, ‘যেহেতু আমরা সুস্পষ্ট কোন সিদ্ধান্ত পাইনি। তাই আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান চালিয়ে নেয়া হবে।’

মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বৈঠক শেষে বলেন, ‘আন্দোলনকারী শিক্ষকদের ডেকে তাদের দাবির বিষয়টি শুনেছি। এই দাবির বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করব। শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষকদের অনুরোধ করেছি আমি।’

উল্লেখ্য, গত ৬ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন শিক্ষকরা। গতকাল সোমবার সকালে আন্দোলনরত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন। ফলে এই রাস্তা দিয়ে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টায় শিক্ষকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের অভিযোগ তোলেন কয়েক শিক্ষক।

শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অর্ধশত শিক্ষক আহত হয়েছেন।