ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আবরারের স্মরণে বুয়েটে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / 192
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে তাঁর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার সময়ে বুয়েট অডিটোরিয়ামের সামনে আবরার ফাহাদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটি আয়োজন করেন তারা।

সাংস্কৃতিক সমাবেশের শুরুতে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠানের সঞ্চালক রাফিয়া রিজওয়ানা।

সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে প্রতিবাদী কবিতা, গান ও নাটক ও বারোয়ারী বিতর্ক পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কালোব্যজ পরিধান করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও ‘আলোর পথযাত্রী’ নামক একটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে সেদিন রাতের ভয়াবহ ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন বুয়েটের শিক্ষার্থীরা।

রাফিয়া রিজওয়ানা বলেন, অন্যায়ের প্রতিবাদী আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারারাত ধরে অকথ্য নির্যাতন করেন ছাত্রলীগের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা। বিভিন্ন কারণে তার মামলা দীর্ঘ সূত্রিতা পেয়েছে। মামলা আবার পুনরায় শুরু হলেও এখনো তিনজন আসামি পলাতক আছে।

তিনি আরও বলেন, আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। দুটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচারের অপেক্ষায় আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন। আমরাও আছি তার হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বুয়েটকে দেখবো বলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবরারের স্মরণে বুয়েটে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আপডেট : ০১:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে তাঁর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার সময়ে বুয়েট অডিটোরিয়ামের সামনে আবরার ফাহাদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটি আয়োজন করেন তারা।

সাংস্কৃতিক সমাবেশের শুরুতে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠানের সঞ্চালক রাফিয়া রিজওয়ানা।

সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে প্রতিবাদী কবিতা, গান ও নাটক ও বারোয়ারী বিতর্ক পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কালোব্যজ পরিধান করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও ‘আলোর পথযাত্রী’ নামক একটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে সেদিন রাতের ভয়াবহ ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন বুয়েটের শিক্ষার্থীরা।

রাফিয়া রিজওয়ানা বলেন, অন্যায়ের প্রতিবাদী আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারারাত ধরে অকথ্য নির্যাতন করেন ছাত্রলীগের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা। বিভিন্ন কারণে তার মামলা দীর্ঘ সূত্রিতা পেয়েছে। মামলা আবার পুনরায় শুরু হলেও এখনো তিনজন আসামি পলাতক আছে।

তিনি আরও বলেন, আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। দুটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচারের অপেক্ষায় আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন। আমরাও আছি তার হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বুয়েটকে দেখবো বলে।