জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিকেল সেন্টারের অস্থায়ী টিকাদান কেন্দ্রে থেকে দ্বিতীয় দিনে ৪০৫ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ টিকা কার্যক্রম চলে। আগামীকাল মঙ্গলবার এ টিকাদান কার্যক্রম শেষ হবে।
এর আগে গতকাল রোববার করোনার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়। এদিন ৪০০ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।
গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হয়।
যা চলে ৩১ অক্টোবর পর্যন্ত। সেই সময় প্রথম ডোজের টিকা নেন সর্বমোট ১৯৬০ জন শিক্ষার্থী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।