ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, সোমাবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / 179
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে সর্বমোট ৩২ জনের নাম সংবলিত এ তালিকা প্রকাশ করা হয়।

সোমবার বেলা তিনটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

প্রার্থী তালিকায় দেখা যায়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে গনিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মোতাহার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এ প্যানেলের দশজন প্রার্থী দশটি সদস্য পদে নির্বাচন করছেন।

অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী শিক্ষকদের উপাচার্যবিরোধী অংশটি একজোট হয়ে ‘শিক্ষক ঐক্য ফোরাম’ নামে নতুন প্যানেল ঘোষণা করেছে। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ মিলে এই প্যানেল।

এই প্যানেল থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মাহবুব কবির বিএনপিপন্থী এবং আমজাদ হোসেন আওয়ামীপন্থী। এ প্যানেলের আরও দশজন প্রার্থী সদস্য পদে নির্বাচন করছেন। এই প্যানেলের ৮ জন প্রার্থী উপাচার্যবিরোধী আওয়ামী সমর্থক এবং ৭ জন বিএনপির।

এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন এবং সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ করা হবে। এর আগে গত ৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৫ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আজ সোমবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ

আপডেট : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, সোমাবার, ২০ ডিসেম্বর ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে সর্বমোট ৩২ জনের নাম সংবলিত এ তালিকা প্রকাশ করা হয়।

সোমবার বেলা তিনটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

প্রার্থী তালিকায় দেখা যায়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে গনিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মোতাহার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এ প্যানেলের দশজন প্রার্থী দশটি সদস্য পদে নির্বাচন করছেন।

অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী শিক্ষকদের উপাচার্যবিরোধী অংশটি একজোট হয়ে ‘শিক্ষক ঐক্য ফোরাম’ নামে নতুন প্যানেল ঘোষণা করেছে। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ মিলে এই প্যানেল।

এই প্যানেল থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মাহবুব কবির বিএনপিপন্থী এবং আমজাদ হোসেন আওয়ামীপন্থী। এ প্যানেলের আরও দশজন প্রার্থী সদস্য পদে নির্বাচন করছেন। এই প্যানেলের ৮ জন প্রার্থী উপাচার্যবিরোধী আওয়ামী সমর্থক এবং ৭ জন বিএনপির।

এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন এবং সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ করা হবে। এর আগে গত ৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৫ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আজ সোমবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।